বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে মেরে চামড়া গুটিয়ে দেবো : রাজু বন্দ‍্যোপাধ‍্যায়

21st December 2020 5:13 pm বাঁকুড়া
বিজেপি কর্মীদের গায়ে হাত দিলে মেরে চামড়া গুটিয়ে দেবো : রাজু বন্দ‍্যোপাধ‍্যায়


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : বিজেপি কর্মীর গায়ে হাত দিলে পিটিয়ে চামড়া গুটিয়ে দেব। বাঁকুড়ার খাতড়ায় দলীয় কর্মসূচীতে যোগ দিয়ে এই ভাষাতেই আক্রমণ করলেন বিজেপির রাজ্য নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।  খাতড়ায় বিজেপির একটি  মিছিলে বাজার পরিক্রমা করার পর দাসের মোড়ে একটি পথসভায় বক্তব্য রাখতে উঠে রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা শিশুপাল সহিস,  দুলাল কুমার,  অজিত মুর্মুদের কথা ভূলিনি। ২১ এ বদলও হবে বদলাও হবে। খাতড়ায় বিজেপি নেতা বেনু সরকারের উপর তিন তিনবার হামলা হয়েছে। আমাদের কর্মীদের হুমকি চমক দেওয়া হচ্ছে।  খাতড়ার  চুনোপুটি তৃনমূল নেতাদের বলে রাখছি আমরা পিটিয়ে চামড়া গুটিয়ে দেব। একটা বিজেপি কর্মীর গায়ে হাত দাও দেখ মার কা বদলা মার হবে এবার। 
 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।